শাহবাগে এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১

আপলোড সময় : ২৫-১০-২০২৫ ১২:০৪:২০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৫ ১২:০৪:২০ পূর্বাহ্ন
রাজধানীর শাহবাগে আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এ সংঘর্ষে একজন আহত হন।
 
সন্ধ্যা সোয়া ৬টার দিকে কনভেনশন হলের দ্বিতীয় তলায় এনসিপির মোহাম্মদপুর ও বংশাল থানা শাখার নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়, যা পরে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। আহত বংশাল থানার কর্মীর নাম ইউসুফ।
 
ঘটনাস্থলে উপস্থিত সূত্রে জানা যায়, তিন মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরের একটি কোম্পানির সঙ্গে আর্থিক লেনদেনে যুক্ত হন। বিষয়টি ঢাকা মহানগর উত্তরের শোয়েব নামে এক নেতাকে জানানো হলে, তিনি সহযোগিতার দায়িত্ব দেন মোহাম্মদপুর থানার আরেক নেতা রিয়ানকে।
 
অভিযোগ অনুযায়ী, রিয়ান বংশালের নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা নেন এবং পরে তাদের আটকে রাখার চেষ্টা করেন। তারা কোনোভাবে পালিয়ে এসে পরে টাকা ফেরতের দাবি জানালেও ব্যর্থ হন। আজ কনভেনশন হলে রিয়ানের মুখোমুখি হওয়ার পরই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের সূত্রপাত হয়।
 
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখনও কোনো পক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]