ভোটার আইডি কার্ড সংশোধনী ২৯ অক্টোবর পর্যন্ত বর্ধিত

আপলোড সময় : ২৪-১০-২০২৫ ১১:৪৪:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৫ ১১:৪৪:৫৭ অপরাহ্ন
দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন–২০২৫ এর ভোটার আইডি কার্ড সংশোধনী আগামী ২৯ অক্টোবর বুধবার বিকাল ৪টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। গতকাল গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার কর্তৃপক্ষ।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোমধ্যে যে সকল প্রতিষ্ঠান ভোটার আইডি কার্ড সংগ্রহ করেননি। প্রতিষ্ঠানসমূহকে উল্লেখিত সময়ের মধ্যে স্ব স্ব প্রতিষ্ঠানের হালনাগাদ অরিজিনাল সার্টিফিকেট প্রদর্শনপূর্বক আইডি কার্ড সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। আগামী ২৯ অক্টোবর এর পর ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য আবেদন গ্রহণ করা হবে না। আগামী ১ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটার আইডি কার্ড প্রদর্শন ব্যতীত ভোট প্রদানের সুযোগ থাকবে না। আইডি কার্ডে কোন সংশোধনী নেই, সেই সকল কার্ড ১ নভেম্বর পর্যন্ত সংগ্রহ করে ভোট প্রদান করা যাবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]