ভুয়া 'জুলাই গ্যাং' প্রচারণায় পুরোনো ভারতীয় ভিডিও ছড়ানোর অভিযোগ

আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৯:৫২:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৯:৫২:৪৭ অপরাহ্ন
আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে পুরোনো একটি ভারতীয় ভিডিও ভাইরাল করে অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রোববার (২৯ জুন) রাতে ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’ নামে ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, ‘জুলাই গ্যাং কালচার’ শিরোনামে একটি ভিডিও ছড়িয়ে ভুল তথ্য প্রচার করা হচ্ছে।
 
ওই ভিডিওতে স্কুল পোশাকে থাকা কিছু শিক্ষার্থীকে একে অপরকে চড়, থাপ্পড় ও লাথি মারতে দেখা যায়। প্রেস উইং জানায়, ভিডিওটি বাংলাদেশের নয়, বরং ভারতের কেরালায় দুই ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা।
 
২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি ‘ডিবিসি হিন্দি’ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হয়। শিরোনাম ছিল ‘কেরালার শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক মারামারি ভাইরাল’।
 
একই ভিডিও ভারতের ‘টাইমস নাও’ ওয়েবসাইটেও প্রকাশিত হয়, যেখানে বলা হয়—কেরালার রাস্তায় দুই ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে অন্তত ২০ জন জড়িত ছিল এবং দুজন গুরুতর আহত হন।
 
প্রেস উইংয়ের দাবি, বাংলাদেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে ‘জুলাই গ্যাং কালচার’ প্রচারের জন্য এই ভিডিওটি ভুয়াভাবে ব্যবহার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।
 
তারা সবাইকে এ ধরনের বিভ্রান্তিকর প্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]