মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান, সন্ত্রাসী ও মাদক সম্রাট এস কে নাসিম গ্রেফতার

আপলোড সময় : ২৪-১০-২০২৫ ১০:৩৮:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৫ ১০:৩৮:২৩ অপরাহ্ন

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে সশস্ত্র সন্ত্রাসী ও মাদক সম্রাট হিসেবে পরিচিত এস কে নাসিমকে (৩২) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি।

গ্রেফতারকৃত এস কে নাসিম জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের জি ব্লকের বাসিন্দা। তিনি কুখ্যাত সন্ত্রাসী এসকে জিলানী ওরফে কানা জিলানীর ছেলে।

ডিএমপির তথ্যানুসারে, সম্প্রতি জেনেভা ক্যাম্পে সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি চালানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে নাসিমকে অস্ত্র হাতে দেখা যায়। এ ঘটনার পরই তার বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ। অবশেষে শুক্রবার রাতে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, নাসিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]