সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১১ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুলঞ্জ গ্রামের বর্তমান মেম্বার মাহবুব ও এলাইচ মিয়ার সঙ্গে সাবেক মেম্বার ইলিয়াস মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে বিকেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়, যা পরবর্তীতে ঘণ্টাব্যাপী সংঘর্ষে রূপ নেয়। এসময় দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্রও ব্যবহার করা হয়।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. পিন্টু দাস জানান, সংঘর্ষে আহত হয়ে অন্তত ২০ জনকে হাসপাতালে আনা হয়, যাদের মধ্যে ১১ জন গুলিবিদ্ধ। গুরুতর অবস্থায় আটজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন দিরাই থানার ওসি (তদন্ত) উত্তম কুমার। তিনি বলেন, “পুলিশ মোতায়েন রয়েছে, এলাকা এখন শান্ত। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
প্রসঙ্গত, গত ২০ জুন একই এলাকায় দুই পক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয় এবং পরবর্তীতে অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর অভিযানে এক ব্যক্তি নিহত হন।