প্যাংগং হ্রদে চীনের বড় সামরিক নির্মাণ, স্যাটেলাইটে ধরা পড়ল অস্ত্রাগার ও বাঙ্কার

আপলোড সময় : ২৪-১০-২০২৫ ১০:৩০:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৫ ১০:৩০:৩৫ অপরাহ্ন
পূর্ব লাদাখের প্যাংগং হ্রদের তীরে চীন জোরকদমে সামরিক নির্মাণ কার্যক্রম চালাচ্ছে। উপগ্রহ চিত্রে দেখা গেছে অস্ত্রাগার, বাঙ্কার, রেডার ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র তৈরি হচ্ছে।
পূর্ব লাদাখের প্যাংগং হ্রদের পূর্ব তীরে চীনা সামরিক উপস্থিতি বেড়ে যাচ্ছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, উপগ্রহ চিত্রে দেখা গেছে চীনা পিপলস লিবারেশন আর্মি (PLA) এখানে বড় ধরনের নির্মাণ কার্যক্রম চালাচ্ছে। নির্মাণাধীন স্থাপনার মধ্যে রয়েছে অস্ত্রাগার, সেনা বাঙ্কার, রেডার এবং যানের শেড।
 
সূত্রের তথ্য অনুযায়ী, গালওয়ান উপত্যকা থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে এই এলাকা তৈরি হচ্ছে নতুন চীনা বিমান-প্রতিরক্ষা কমপ্লেক্সের জন্য। স্যাটেলাইট চিত্রে কমান্ড ও নিয়ন্ত্রণ ভবন, ব্যারাক, যানবাহনের শেড, যুদ্ধাস্ত্র সংরক্ষণাগার এবং রেডার স্পষ্টভাবে ধরা পড়েছে।
 
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রও সেখানে তৈরি হচ্ছে। ইন্টেলিজেন্স অ্যানালিস্টদের মতে, চীনের HQ-9 সারফেস-টু-এয়ার মিসাইল (SAM) সিস্টেমের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য বিশেষ জায়গা তৈরি হচ্ছে।
 
মার্কিন যুক্তরাষ্ট্রের অলসোর্স অ্যানালাইসিসের গবেষকরা প্রথম এই কাঠামো শনাক্ত করেন। তারা দেখেছেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে, ভারতের নিওমা বিমানঘাঁটির বিপরীতে গার কাউন্টিতে এই কমপ্লেক্সের একটি প্রতিরূপও রয়েছে। এই নির্মাণ কার্যক্রম পূর্ব লাদাখে চীনের সামরিক ক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দেয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]