স্পেসএক্সকে টেক্কা দিতে ইউরোপের ৬.৫ বিলিয়ন ইউরোর মহাকাশ প্রকল্প

আপলোড সময় : ২৪-১০-২০২৫ ০৭:৪৩:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৫ ০৭:৪৩:১৫ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের SpaceX ও Starlink-এর একচ্ছত্র আধিপত্য ভাঙতে ইউরোপ শুরু করছে ৬.৫ বিলিয়ন ইউরোর নতুন মহাকাশ উদ্যোগ। গতকাল ইউরোপের তিন শীর্ষ মহাকাশ ও প্রতিরক্ষা কোম্পানি — Airbus, Leonardo এবং Thales — একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে, যার মাধ্যমে তারা ২০২৭ সালের মধ্যে যৌথভাবে নতুন মহাকাশ সংস্থা গঠন করবে।
 
এই যৌথ উদ্যোগে প্রায় ২৫,০০০ কর্মী কাজ করবে, যার লক্ষ্য ইউরোপকে উপগ্রহ যোগাযোগ, প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তিতে স্বনির্ভর শক্তি হিসেবে গড়ে তোলা। বিশ্লেষকরা মনে করছেন, এই প্রকল্প ইউরোপীয় ইউনিয়নের মহাকাশ নীতিতে বড় ধরনের রূপান্তর আনবে এবং যুক্তরাষ্ট্রনির্ভর যোগাযোগ ব্যবস্থার বিকল্প তৈরি করবে।
 
উদ্যোগটির মাধ্যমে ইউরোপ কেবল SpaceX ও Starlink-এর প্রতিদ্বন্দ্বীই নয়, বরং বিশ্বব্যাপী মহাকাশ প্রযুক্তি ও স্যাটেলাইট সেবায় নতুন প্রতিযোগিতার মঞ্চে প্রবেশ করতে চায়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]