৫ দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রায় শাহবাগে আটক প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা

আপলোড সময় : ২৪-১০-২০২৫ ০৫:২৪:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৫ ০৫:২৪:১৭ অপরাহ্ন

বিশেষ নিয়োগ, সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি ও কোটা সংরক্ষণসহ পাঁচ দফা দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করতে গিয়ে শাহবাগে আটকে দেওয়া হয়েছে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে এ পদযাত্রা শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের অগ্রযাত্রা থামিয়ে দেন।

চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের আহ্বায়ক মো. আলী হোসেন জানান, তারা শান্তিপূর্ণভাবে যমুনার দিকে যাচ্ছিলেন, কিন্তু পুলিশ বাধা দিয়েছে। তিনি বলেন, “আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

পদযাত্রায় অংশ নেন সংগঠনটির সদস্য সচিব আলিফ হোসেন, ডাকসুর সদস্য ও যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শেখ কামরুজ্জামান, আব্দুল ওয়াহেদ, কামাল হোসেন পিয়াস ও প্রতিনিধি আজাদ হোসেনসহ আরও অনেকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের ব্যানারে রাজু ভাস্কর্যের পাদদেশে গত পাঁচ দিন ধরে অবস্থান কর্মসূচি চলছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার তারা ‘ভুখা মিছিল’ও করেন, যেখানে প্রায় ৪০–৫০ জন প্রতিবন্ধী গ্র্যাজুয়েট থালা–বাটি হাতে অংশ নেন।

তাদের ৫টি প্রধান দাবি হলো—

১. প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে প্রতিবন্ধী বেকারদের জন্য বিশেষ নিয়োগ ব্যবস্থা।
২. প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ২% এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ৫% স্বতন্ত্র প্রতিবন্ধী কোটা সংরক্ষণ।
৩. জাতীয় শ্রুতিলেখক নীতিমালা সংশোধন করে মনোনয়নে স্বাধীনতা প্রদান।
৪. সমাজসেবা অধিদফতরের অধীন ব্রেইলভিত্তিক শিক্ষাকার্যক্রম ও পিএইচটি সেন্টারে দৃষ্টি প্রতিবন্ধীদের বিশেষ নিয়োগ।
৫. সরকারি চাকরিতে প্রতিবন্ধী প্রার্থীদের বয়সসীমা ৩৭ বছরে উন্নীতকরণ (সাধারণ প্রার্থীদের জন্য ৩৫ বছর হলে)।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]