চলতি মাসের মধ্যেই বিএনপির পক্ষ থেকে ২০০ আসনে একক প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে গ্রিন সিগনাল দেওয়া হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এর মাধ্যমে নির্ধারিত প্রার্থীরা নির্বাচনী প্রস্তুতি নিতে পারবেন বলে তিনি জানিয়েছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) নিজ বাসায় আয়োজিত এক ব্রিফিংয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের বেশ কিছু প্রস্তাবে বিএনপি সম্মত ছিল। তবে ২০/১ উপধারা অনুযায়ী, জোটভুক্ত দলগুলো অন্য দলের প্রতীকে প্রার্থী দিতে পারার বিধান ছিল। কিন্তু নতুনভাবে পাস হওয়া সংশোধনে এই সুযোগ সংকুচিত হওয়ায় ছোট দলগুলো জোটে অংশগ্রহণে নিরুৎসাহিত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তার ভাষায়, “যেভাবে আরপিও একতরফাভাবে পাস করা হলো, তা বহুদলীয় রাজনীতির পরিপন্থী। এতে ছোট রাজনৈতিক দলগুলো পিছিয়ে পড়বে এবং বড় দলের প্রভাব আরও বেড়ে যাবে।”
তিনি আরও বলেন, বিএনপি সবসময় একটি বহুদলীয়, অংশগ্রহণমূলক ও সমৃদ্ধ সংসদ দেখতে চায়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আরপিও সংশোধন পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে তিনি জানান, এ বিষয়ে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক চিঠি দেবে বিএনপি।