দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প–শি বৈঠক: বাণিজ্য উত্তেজনায় কি গলবে সম্পর্কের বরফ?

আপলোড সময় : ২৪-১০-২০২৫ ১১:১৫:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৫ ১১:১৫:১৭ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র বাণিজ্য উত্তেজনার মধ্যেই মুখোমুখি হতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। হোয়াইট হাউস নিশ্চিত করেছে, আসন্ন এশিয়া সফরের অংশ হিসেবে ট্রাম্প আগামী ৩০ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর দুই নেতার প্রথম সরাসরি সাক্ষাৎ হতে যাচ্ছে।
 

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এই বৈঠকটি নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে আলোচনায় ছিল দুই দেশ। তবে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুল্ক আরোপ ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা নিয়ে চলমান টানাপোড়েনের কারণে অনেকে মনে করছিলেন, বৈঠকটি নাও হতে পারে।
 

এরই মধ্যে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন—চীন যদি তার ‘রেয়ার আর্থ’ বা বিরল খনিজ রপ্তানিতে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে, তবে নভেম্বর থেকে চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক বসানো হবে।
 

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট স্থানীয় সময় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, দুই নেতার বৈঠকটি অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]