রাজধানীর কামরাঙ্গীরচরে এক চার বছরের শিশুকে অপহরণ করার ঘটনায় পুলিশ মো. পারভেজ ও কাকলী আক্তার দম্পতিকে গ্রেফতার করেছে। গ্রেফতারের সময় শিশুটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দম্পতি ১৫ দিন আগে শিশুটির পরিবারের বাসায় সাবলেট হিসেবে উঠেছিল এবং শিশুর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার পর সুযোগ বুঝে অপহরণ করে বিভিন্ন আবাসিক হোটেলে আটকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করেছিল।
পুলিশের তথ্য অনুযায়ী, ১৯ অক্টোবর আব্দুল হাদি নূর নামের চার বছর বয়সি শিশু কামরাঙ্গীরচরের আলীনগরের বাসায় খেলছিল, পাশে তার মা ঘুমিয়ে ছিলেন। কিছুক্ষণ পর মা দেখেন শিশু নিখোঁজ। পাশের সাবলেটে থাকা দম্পতি প্রথমে জানান শিশুটি তাদের কাছে আছে, পরে মোবাইল বন্ধ করে এবং পরিবারকে ১ লাখ টাকা মুক্তিপণ দিতে বাধ্য করে। পরিবারের অনিশ্চয়তায় প্রথমে ৫ হাজার টাকা পাঠানো হয়।
ডিএমপির কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, অপহরণকারীরা পরিকল্পিতভাবে সাবলেট বাসা ভাড়া নিয়েছিল। শিশুর মায়ের ঘুমের সুযোগ নিয়ে চিপসের প্রলোভন ব্যবহার করে তাকে অপহরণ করা হয়। পরে দম্পতি শিশুটিকে আবাসিক হোটেলে আটকে মুক্তিপণ আদায় করত। পুলিশ অভিযোগ খতিয়ে দেখছে, তারা মানবপাচার চক্রের সঙ্গে জড়িত কিনা। অভিযানে তাদের কাছ থেকে ১৫–২০টি ব্যবহৃত নয় এমন সিম জব্দ করা হয়েছে।
পুলিশ জনগণকে সাবলেট বাসা নেওয়ার ক্ষেত্রে শিশুদের সুরক্ষা ও সতর্কতা বাড়ানোর পরামর্শ দিয়েছে।