বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) নতুন নামে আত্মপ্রকাশ করেছে। সংগঠনটির নাম পরিবর্তন করে ‘জাতীয় ছাত্রশক্তি’ রাখা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আয়োজিত জাতীয় বার্ষিক সভায় নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন নাম ঘোষণার পর উপস্থিত নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ‘জাতীয় ছাত্রশক্তি’ নামে নতুন স্লোগান দেন।
সূত্র জানায়, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে সংগঠনটি আত্মপ্রকাশ করে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংসদ নির্বাচনে কাঙ্ক্ষিত ফল না পাওয়ার পর আট মাসের মাথায় সংগঠনটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয় নেতৃত্ব।