জুলাই সনদ বাস্তবায়নে ছাড় দেবে না এনসিপি: আখতার হোসেন

আপলোড সময় : ২৩-১০-২০২৫ ১০:০৯:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১০-২০২৫ ১০:০৯:৪৯ অপরাহ্ন

জুলাই সনদ বাস্তবায়নে কোনো ছাড় দেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, যেকোনো মূল্যে এই সনদ বাস্তবায়ন করতে হবে। একই অনুষ্ঠানে দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, জাতীয় পর্যায়ে সংস্কারের যে আশা জেগেছিল, তা রাজনৈতিক দলগুলোর বাধায় বাস্তবায়ন সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এনসিপির ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সমন্বয় সভায় এই মন্তব্য করেন দলীয় নেতারা। এদিন সংগঠনটির নতুন নাম ঘোষণা করা হয় ‘জাতীয় ছাত্র শক্তি’।

সভায় আখতার হোসেন বলেন, অতীতে আওয়ামী লীগ শাসনামলে ছাত্রলীগ ক্যাম্পাসে ভয় ও দমননীতির পরিবেশ সৃষ্টি করেছিল। তিনি বলেন, “আর যেন কেউ গণরুম বা গেস্টরুম সংস্কৃতি ফিরিয়ে আনতে না পারে, সেজন্য ছাত্রসংসদকে সচেতন থাকতে হবে।”

জুলাই সনদ ইস্যুতে এনসিপির অবস্থান ব্যাখ্যা করে আখতার হোসেন বলেন, “আমরা কেবল তখনই সনদে স্বাক্ষর করব, যখন বাস্তবায়নের পূর্ণ নিশ্চয়তা পাওয়া যাবে।” তিনি জানান, বর্তমানে দুইটি অবস্থান তৈরি হয়েছে—এক পক্ষ সনদ থেকে সরে যেতে চায়, অন্য পক্ষ সেটি আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে চায়।

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ এখন বিভিন্ন উপায়ে রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টা করছে। যে দল গত ১৬ বছর গুম, হত্যা ও দমননীতি চালিয়েছে, তাদের পুনর্বাসন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কেউ এমন চেষ্টা করলে তা জীবন দিয়ে প্রতিহত করা হবে।”

দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “জুলাই ঘোষণাপত্র জনগণের প্রত্যাশা পূরণ করেনি; এটি একটি দলের স্বার্থে তৈরি করা হয়েছিল।”

অন্যদিকে, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম জানান, খুব দ্রুত সারাদেশে এনসিপির জেলা ও মহানগর আহ্বায়ক কমিটি গঠন করা হবে। তিনি দলের ভেতরে শৃঙ্খলা ও যোগ্য নেতৃত্বের গুরুত্বের ওপরও জোর দেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]