পাঁচ দফা দাবিতে ঢাকাসহ বিভাগীয় শহরে শনিবার জামায়াতের বিক্ষোভ

আপলোড সময় : ২৩-১০-২০২৫ ১০:০৫:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১০-২০২৫ ১০:০৫:০৬ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী শনিবার (২৫ অক্টোবর) ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে। পাঁচ দফা দাবিতে আয়োজিত এই সমাবেশ ও মিছিল সফল করতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নেতাকর্মীদের সর্বাত্মকভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অধ্যাপক পরওয়ার জানান, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে আন্দোলনরত আটটি রাজনৈতিক দলের উদ্যোগে গত ১৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পাঁচ দফা গণদাবি ঘোষণা করা হয়। সেই ঘোষণার অংশ হিসেবেই এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তিনি বলেন, ঘোষিত পাঁচ দফার মধ্যে রয়েছে— জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বরে গণভোটের আয়োজন, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন, পূর্ববর্তী সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

দলটির ফেসবুক পেজেও এ কর্মসূচি প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে। জামায়াত জানিয়েছে, শান্তিপূর্ণ উপায়ে গণদাবি বাস্তবায়ন না হলে তারা পরবর্তী ধাপের কর্মসূচি ঘোষণা করবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]