ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে বিজিবির অভিযানে ১০ মাসে ১১০ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

আপলোড সময় : ২৩-১০-২০২৫ ০৯:৫৮:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১০-২০২৫ ০৯:৫৮:০৪ অপরাহ্ন

চলতি বছরের প্রথম দশ মাসে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কসবা ও বুড়িচং সীমান্ত অঞ্চল থেকে প্রায় ১১০ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬০ সুলতানপুর ব্যাটালিয়ন। সর্বশেষ অভিযানটি পরিচালিত হয় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে, বুড়িচং উপজেলার সীমান্ত এলাকায়। এতে প্রায় ৬ কোটি টাকার ভারতীয় বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে ১ কোটি ৫০ লাখ টাকার উন্নতমানের ভারতীয় শাড়ি ও থ্রি-পিস এবং প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকার ভারতীয় চশমা জব্দ করা হয়।

তবে অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি। বিজিবির সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে জওয়ানরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]