
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও টেলিফোনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন। সোমবার (৩০ জুন) রাতে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।
পোস্টে জানানো হয়, সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া এই ফোনালাপ প্রায় ১৫ মিনিট স্থায়ী ছিল। আলোচনাটি ছিল আন্তরিক, সৌহার্দপূর্ণ ও গঠনমূলক। উভয় পক্ষ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার প্রত্যাশা ব্যক্ত করেন।
তবে ফোনালাপে নির্দিষ্ট কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা প্রকাশ করেননি প্রেস সচিব।
এর আগে, গত ১৩ ফেব্রুয়ারি টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্কের সঙ্গেও ফোনে কথা বলেন ড. ইউনূস, যদিও সে আলোচনার বিষয়বস্তুও প্রকাশ পায়নি।