ট্রাইব্যুনালের আদেশে সেনা কর্মকর্তাদের কারাগারে, শেখ হাসিনাসহ পলাতকদের নামে বিজ্ঞপ্তি

আপলোড সময় : ২২-১০-২০২৫ ০২:৩৫:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৫ ০২:৩৫:৩৮ অপরাহ্ন
গুম ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনা হেফাজতে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ জন কর্মকর্তাকে বুধবার আদালতে হাজিরের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়েছে।
 
শুনানি শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আদালতের নির্দেশ অনুযায়ী এখন থেকে এই কর্মকর্তারা কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে থাকবেন। তিনি বলেন, “তাদের কাস্টডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। এর অর্থ, তারা এখন সম্পূর্ণভাবে কারা কর্তৃপক্ষের অধীনে। কোথায় রাখা হবে, কোন জেলে বা সাব-জেলে — তা সরকারের সিদ্ধান্ত।”
 
সম্প্রতি সরকার বিশেষ আদেশের মাধ্যমে সেনানিবাসের একটি ভবনকে বিশেষ কারাগার ঘোষণা করেছে। ধারণা করা হচ্ছে, এই কর্মকর্তাদের সেই বিশেষ কারাগারেই রাখা হতে পারে।
 
অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. তানভীর হোসেন জানিয়েছেন, আদালতের নির্দেশে আসামিদের সেনানিবাসের সাব-জেলে নেওয়া হয়েছে এবং তারা এখন থেকে কারা কর্তৃপক্ষের সরাসরি তত্ত্বাবধানে থাকবেন।
 
এই নির্দেশের মাধ্যমে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার প্রক্রিয়ায় নতুন ধাপ যুক্ত হলো। আদালতের এই পদক্ষেপ দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে পলাতক আসামিদের তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম যুক্ত হওয়ায় বিষয়টি রাজনৈতিকভাবেও গুরুত্ব পাচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]