১৬ নভেম্বর থেকে প্রবাসীদের জন্য ভোট অ্যাপ চালু করবে নির্বাচন কমিশন

আপলোড সময় : ২২-১০-২০২৫ ০২:২৩:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৫ ০২:২৩:২৭ অপরাহ্ন
প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার কার্যকর করতে আগামী ১৬ নভেম্বর থেকে ‘নির্বাচনী অ্যাপ’ উন্মুক্ত করছে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপের মাধ্যমে বিদেশে থাকা নাগরিকরা ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন এবং ভোট দিতে চান কিনা—সেটিও নির্ধারণ করতে পারবেন।
 
বুধবার রাজধানীতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
 
তিনি বলেন, “অ্যাপে ব্যালট অপশন থাকবে—যেখানে প্রবাসীরা ‘হ্যাঁ’ অথবা ‘না’ দিয়ে জানাতে পারবেন, তাঁরা ভোট দিতে চান কিনা। এতে বিদেশে থাকা নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত হবে।”
 
সানাউল্লাহ আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তিনি আশা প্রকাশ করেন, তারা নির্বাচনকালীন সময়ের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালনা করবেন।
 
তিনি জানান, এবারের নির্বাচন দেশের ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে, যা স্বচ্ছতা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আয়োজন করতে চায় নির্বাচন কমিশন। এজন্য আগেভাগেই নির্বাচনী প্রস্তুতি শুরু করার নির্দেশ দেন তিনি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]