শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বুয়েটকে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল

আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৩:৪৬:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৩:৪৬:১৩ পূর্বাহ্ন

বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে উত্তাল হয়েছে শিক্ষাঙ্গন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঘটনায় বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে মঙ্গলবার গভীর রাতে বিক্ষোভ মিছিল করেছে। রাত প্রায় ১টা ৪৫ মিনিটে ভিসি চত্বর থেকে শুরু হওয়া এই মিছিলে শিক্ষার্থীরা দাবি তোলে, ধর্ষক যেই হোক না কেন, তার বিচার নিশ্চিত করতে হবে।
 

সংহতি মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, কোনো অপরাধী তার ধর্ম, পরিচয় বা সংখ্যালঘু কার্ডের আড়ালে আইন থেকে রেহাই পেতে পারে না। মানবতার বিরুদ্ধে এই জঘন্য অপরাধে সংশ্লিষ্ট সবাইকে বিচারের মুখোমুখি আনতে হবে। তারা বলেন, যারা অভিযুক্তকে রক্ষার চেষ্টা করছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠ এক হয়ে উচ্চারিত হয়— “ধর্ষকের বিচার চাই, ইনকিলাব জিন্দাবাদ।”
 

অভিযুক্ত শ্রীশান্ত রায় বুয়েটের আহসানউল্লাহ হলের আবাসিক ছাত্র। সামাজিক যোগাযোগমাধ্যম ‘রেডিট’-এ এক সহপাঠীকে ধর্ষণের অভিযোগ এবং নারী বিদ্বেষমূলক মন্তব্য ছড়িয়ে পড়ার পর রাত ৯টা থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে বুয়েট ক্যাম্পাসে। শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাতেই শ্রীশান্তকে সাময়িকভাবে বহিষ্কার করে এবং তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয়।
 

এই ঘটনাকে ঘিরে সমগ্র ছাত্রসমাজের দাবির সুর এক— বাংলাদেশে কোনো ধর্ষক নিরাপদ নয়, বিচার চাই, এখনই চাই।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]