সাভারকে সিটি করপোরেশন হিসেবে গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ।
তিনি তার ভেরিফায়েড ফেসবুক পাতায় লিখেছেন, সাভার পৌরসভা ও আশুলিয়াকে একীভূত করে “সাভার সিটি করপোরেশন” গঠনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে কেরানীগঞ্জকে ‘ক’ শ্রেণির পৌরসভা হিসেবে উন্নীত করা বা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় আনার বিষয়েও সরকার নীতিগতভাবে একমত হয়েছে।
সরকারি এই সিদ্ধান্ত কার্যকর হলে ঢাকা মহানগরীর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকা প্রশাসনিক কাঠামোতে গুরুত্বপূর্ণ রূপান্তর পাবে বলে ধারণা করা হচ্ছে।