কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীদের গোপন ডেরায় বিশেষ অভিযান চালিয়ে ছয়জন জিম্মিকে মুক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অভিযানকালে পাচারচক্রের সুরক্ষিত আস্তানা গুঁড়িয়ে বিপুল অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও মানব পাচার দমন অভিযানের অংশ হিসেবে ২-বিজিবির অর্ধশতাধিক সদস্যের একটি বিশেষ আভিযানিক দল ভোরে টেকনাফের দুর্গম পাহাড়ে অভিযান পরিচালনা করে। সেখান থেকে পাচারকারীদের হাতে বন্দি থাকা ছয়জন ভুক্তভোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, অভিযানে পাচারকারীদের গোপন আস্তানা থেকে ৩টি ওয়ান শ্যুটার গান, একটি একনলা বন্দুক, ৫ রাউন্ড তাজা গুলি (ওয়ান শ্যুটার গানের), এক রাউন্ড তাজা গুলি (একনলা বন্দুকের) এবং দুটি দেশীয় চাকু উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ভুক্তভোগীদের বরাত দিয়ে জানানো হয়, তাদের কয়েকজন সহযোগী প্রতারণার মাধ্যমে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাহাড়ে নিয়ে আসে। পরবর্তীতে প্রত্যেককে প্রায় ৪০ হাজার টাকার বিনিময়ে সশস্ত্র পাচারকারীদের হাতে বিক্রি করে দেওয়া হয়। এরপর গত এক সপ্তাহ ধরে তাদের ওপর নির্যাতন চালানো হয় এবং মুক্তিপণ দাবি করা হয়।
বিজিবি বলছে, এই সফল অভিযান মানব পাচারকারীদের জন্য একটি কঠোর বার্তা—দেশের সীমান্ত ও নাগরিক নিরাপত্তা রক্ষায় বিজিবি সবসময় প্রস্তুত, অপরাধীদের জন্য এই ভূমিতে কোনো আশ্রয় নেই।