বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবে জামায়াত

আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৮:২১:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৮:২১:২৭ অপরাহ্ন

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শীর্ষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর অংশ হিসেবে আগামীকাল বুধবার জামায়াতে ইসলামী নেতারা তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন।
 

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে জামায়াতে ইসলামী থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২২ অক্টোবর) বিকাল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেবেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল।
 

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় একই স্থানে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে বিএনপি আসন্ন নির্বাচনের পরিবেশ, তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব ও নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে মতামত জানায়।
 

বিএনপি মহাসচিব সাংবাদিকদের জানান, তারা প্রধান উপদেষ্টাকে নির্বাচনকে অর্থবহ ও গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক কাঠামোয় রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]