পাক-আফগান যুদ্ধবিরতি টিকাতে কাবুলকে অনুপ্রবেশ রোধ করতে হবে: প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ

আপলোড সময় : ২০-১০-২০২৫ ১১:০৯:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৫ ১১:০৯:০৫ অপরাহ্ন

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ইসলামাবাদ ও কাবুলের মধ্যে স্থাপিত যুদ্ধবিরতি বজায় রাখতে হলে আফগানিস্তানের ভূখণ্ড থেকে পাকিস্তানে সন্ত্রাসীদের অনুপ্রবেশ বন্ধ করতে হবে। সোমবার (২০ অক্টোবর) রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যদি আফগান মাটির কোনো সংগঠন বা ব্যক্তি নিয়ে পাকিস্তানে হামলা হয়, তা হলে চুক্তির লঙ্ঘন হবে এবং যুদ্ধবিরতি বিপন্ন হবে।
 

বিবৃতিতে আসিফ আরও উল্লেখ করেন, তেহরিক-ই-তালেবান (TTP) সহ নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীগুলো আফগানিস্তান থেকে পাকিস্তানে পরিচালিত হামলার জন্য দায়ী ছিল বলে ইসলামাবাদ অভিযোগ করছে; কাবুলের ওপর এ ধরনের অনুপ্রবেশ ঠেকানোর দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, দোহায় পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক ও কাতারের উপস্থিতিতে যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তাতে স্পষ্টভাবে অনুপ্রবেশ বন্ধ করার শর্ত ছিল এবং ততক্ষণ চুক্তি কার্যকর থাকবে যতক্ষণ কোনো লঙ্ঘন ঘটে না।
 

প্রেক্ষাপট হিসেবে বলা যায়, দু’পক্ষের মধ্যকার সীমান্তে কয়েক দিনের তীব্র সংঘর্ষে কয়েক ডজন লোক নিহত হওয়ার পর দোহায় ওই যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশের প্রতিনিধিরা — এটি ২০২১ সালে তালেবানরা কাবুলে ক্ষমতা গ্রহণের পর থেকে সীমান্তে অন্যতম খর্ব শান্তিপূর্ণ পরিস্থিতি। সীমান্ত জুড়ে পাকিস্তানি বিমান হামলাও চালানো হয়েছে, ইসলামাবাদ দাবি করে যে আফগান ভূমি থেকে প্রকৃতপক্ষে জঙ্গি অভিযানের পরিকল্পনা ও বাস্তবায়ন হচ্ছে।
 

তালেবান প্রশাসন এবং আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই মন্তব্যের সঙ্গে সম্পর্কিত কোনো তাত্ক্ষণিক প্রতিক্রিয়া দেয়নি। একই সময়ে প্রতিরক্ষামন্ত্রী আল-জাজিরার আরবি বিভাগের কাছে বলেন, এই যুদ্ধবিরতির মূল লক্ষ্য হলো সন্ত্রাসবাদী হুমকি নির্মূল করা — যা বাস্তবায়িত না হলে চুক্তির সফলতা নিশ্চিত করা কঠিন হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]