
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের তিন দিন পার হলেও এখনো শুরু হয়নি আমদানি পণ্য খালাস কার্যক্রম। সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে ঘোষিত ৯ নম্বর গেটের সামনে অপেক্ষা করছেন শতাধিক আমদানিকারক, সিএন্ডএফ এজেন্ট এবং কুরিয়ার প্রতিনিধি—তবে কার্যক্রম শুরুর কোনো লক্ষণ দেখা যায়নি।
আগুনের পর বিমানবন্দর কর্তৃপক্ষ ঘোষণা দেয়, বিকল্প হিসেবে ৯ নম্বর গেট দিয়ে পণ্য খালাস করা হবে। শনিবার কাস্টমস হাউস কমিশনার মো. মসিউর রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সহায়তায় ওই গেট দিয়েই কায়িক পরীক্ষণ ও শুল্ক প্রক্রিয়া সম্পন্ন হবে।
কিন্তু সোমবার সকাল থেকে উপস্থিত ব্যবসায়ীরা জানান, কোনো কার্যক্রম শুরু হয়নি। তারা বলেন, “আমরা সকাল থেকেই অপেক্ষা করছি, কিন্তু বিমান বা কাস্টমস কর্তৃপক্ষের কাউকে দেখা যায়নি। কবে থেকে খালাস শুরু হবে, তাও কেউ জানায়নি।”
ব্যবসায়ীরা জানান, ভারী পণ্য খালাসের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম—যেমন হাইস্টার বা ফর্কলিফট—উপস্থিত না থাকায় তারা বিপাকে পড়েছেন। সময়মতো খালাস না হলে আমদানি পণ্যে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তারা।
উল্লেখ্য, শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট টানা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, এবং পরদিন রোববার আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।