কাউখালীতে ‘ডাকাত’ অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

আপলোড সময় : ২০-১০-২০২৫ ০২:৫৬:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৫ ০২:৫৬:৩০ অপরাহ্ন

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নে ‘ডাকাত’ সন্দেহে আলী হোসেন (৩৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বান্ধাঘাটা এলাকার হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার ভোরে তিনি মারা যান।

নিহতের স্ত্রী সোনিয়া আক্তার জানান, আলী হোসেন ও তিনি বেশিরভাগ সময় বাড়িতে থাকতেন না। রোববার সকালে তার স্বামী ও ভাই সোলায়মানসহ তিনজন গ্রামে আসেন এবং রাতে ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু সন্ধ্যায় স্থানীয় আবুল বাশার ফরিদের নেতৃত্বে কয়েক ডজন লোক এসে ‘ডাকাত’ বলে চিৎকার শুরু করে। এ সময় আলী হোসেন ঘর থেকে বের হলে তাকে ধরে পাশের সুপারি বাগানে নিয়ে বেধড়ক মারধর করা হয়।

পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান ঘটনাস্থলে পৌঁছে আহত আলী হোসেনকে উদ্ধার করে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। অবস্থার অবনতি হলে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোনিয়া আক্তারের অভিযোগ, স্থানীয় ফরিদের সঙ্গে পূর্ববিরোধের জেরেই পরিকল্পিতভাবে আলী হোসেনকে ‘ডাকাত’ সাজিয়ে হত্যা করা হয়েছে। ফরিদ, জানে আলম, মিরাজসহ আরও কয়েকজন এ ঘটনায় জড়িত বলে দাবি করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আলী হোসেন পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তৃতীয়। পরিবারের অন্য সদস্যরা ঢাকায় থাকেন, তিনি ও তার স্ত্রী গ্রামেই বসবাস করতেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান জানান, এ ঘটনায় রোববার রাতেই থানায় একটি মামলা দায়ের হয়েছে, যা হত্যামামলায় রূপান্তরিত হবে। ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যদের ধরতে অভিযান চলছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]