৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ: উত্তীর্ণ ১২১৯, মৌখিক পরীক্ষা ২৬ অক্টোবর থেকে

আপলোড সময় : ১৯-১০-২০২৫ ১০:৩৬:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৫ ১০:৩৬:১৪ অপরাহ্ন

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি), যেখানে মোট ১ হাজার ২১৯ জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটে এই ফল প্রকাশ করা হয় বলে নিশ্চিত করেছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান। উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ২৬ অক্টোবর থেকে।
 

এই বিশেষ বিসিএসটি আয়োজন করা হয়েছিল সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগের উদ্দেশ্যে। পিএসসি জানিয়েছে, এই ক্যাডারে মোট ৬৮৩টি শূন্যপদ পূরণ করা হবে। আবেদনকারীর সংখ্যা ছিল উল্লেখযোগ্য; মোট ৩ লাখ ১২ হাজারেরও বেশি প্রার্থী আবেদন করেন, যার ফলে প্রতিটি পদের বিপরীতে প্রতিযোগিতা করেছেন গড়ে ৪৫৬ জন প্রার্থী।
 

বিশেষ এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২০২৫ সালের ২১ জুলাই। লিখিত পরীক্ষা (এমসিকিউ ধরণের) অনুষ্ঠিত হয় ১০ অক্টোবর, যা একযোগে ঢাকা সহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে আয়োজিত হয়। পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন প্রার্থী, যেখানে উপস্থিতির হার ছিল ৫৬.৪৯ শতাংশ।
 

পিএসসি জানিয়েছে, ফল প্রকাশের এক সপ্তাহ পর মৌখিক পরীক্ষার সূচি শুরু হবে এবং তা নির্ধারিত সময়ে সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রার্থীদের ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।
 

 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]