ইরান গাজার যুদ্ধবিরতিতে ন্যায়বিচার নিশ্চিতের দাবি

আপলোড সময় : ১৯-১০-২০২৫ ১০:২৯:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৫ ১০:২৯:৩৮ অপরাহ্ন
ইরানের সংসদের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজিবাবায়ি জেনেভায় মুসলিম দেশগুলোর আন্তঃসংসদীয় ইউনিয়নের বৈঠকে বলেছেন, গাজার যুদ্ধবিরতি যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়কে ভুলিয়ে দিতে পারবে না। আন্তর্জাতিক সমাজকে দায়িত্বশীল ভূমিকা নিয়ে বেসামরিক জনগণের বিরুদ্ধে গণহত্যার নির্দেশদাতা ও বাস্তবায়নকারীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি।
 
হাজিবাবায়ি আন্তর্জাতিক সমাজের পদক্ষেপের অভাব এবং দখলদার ইসরায়েলের অবৈধ কার্যক্রমকে মানবিক বিপর্যয়ের কারণ হিসেবে বর্ণনা করেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রসহ কিছু পশ্চিমা দেশের ইসরায়েলের প্রতি সমর্থনকে আন্তর্জাতিক আইন ও সংস্থা গ্রহণযোগ্যতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন।
 
ডেপুটি স্পিকার আরও বলেন, মুসলিম বিশ্বে ঐক্য, সংহতি ও ন্যায়বিচার পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব। ইসলামি প্রজাতন্ত্র ইরান যুদ্ধবিরতি, মানবিক সহায়তা, দখলদার বাহিনী প্রত্যাহার, ফিলিস্তিনি বন্দিদের মুক্তি এবং ফিলিস্তিনি জাতির অধিকার পুনরুদ্ধারে কূটনৈতিক সক্ষমতা ব্যবহার করবে।
 
এ বৈঠক আইপিইউ'র ১৫১তম সম্মেলনের অংশ, যা রোববার সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হয়েছে। এতে ইরানের সংসদীয় প্রতিনিধিদল অংশগ্রহণ করেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]