যুক্তরাষ্ট্রের বাণিজ্য কূটনীতি ও হাইপারসনিক যুদ্ধবাহিনী: চীনের সামনে দ্বৈত নীতি

আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৯:৩২:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৯:৩২:৫২ অপরাহ্ন
যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনার প্রস্তুতি নিচ্ছে বলে ঘোষণা করলেও, একই সময়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হাইপারসনিক অস্ত্র মোতায়েনের মাধ্যমে সেনা শক্তি প্রদর্শন করছে। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, তিনি শিগগিরই চীনের উপ-প্রধানমন্ত্রী হে লিফেংয়ের সঙ্গে বাণিজ্য আলোচনায় বসবেন।
 
যদিও কূটনৈতিক কণ্ঠস্বরে আলোচনার বার্তা দেওয়া হচ্ছে, ন্যাভাল নিউজের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র হনোলুলু নৌঘাঁটিতে তিনটি “জুমওয়াল্ট-শ্রেণির” হাইপারসনিক অস্ত্র সজ্জিত ডেস্ট্রয়ার এবং তিনটি ভার্জিনিয়া-শ্রেণির পারমাণবিক সাবমেরিন মোতায়েনের জন্য ড্রাই ডক প্রস্তুত করছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি চীনের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাতের জন্য হাইপারসনিক যুদ্ধবাহিনীকে আরও কাছে সরিয়ে আনার নির্দেশিকা।
 
এর আগে যুক্তরাষ্ট্র MQ-4C ট্রাইটন ড্রোন মোতায়েন করে তাইওয়ান প্রণালী, জাপান সাগর ও পূর্ব চীন সাগরে নজরদারি চালাচ্ছে। চীন একাধিকবার এই কর্মকাণ্ডকে “অঞ্চলের সামরিকীকরণ” হিসেবে নিন্দা জানিয়েছে।
 
এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা এবং সামরিক প্রস্তুতির দ্বৈত নীতি আন্তর্জাতিক কূটনীতিতে জটিলতা তৈরি করছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, বাণিজ্য সংলাপের মধ্যেও অঞ্চলের নিরাপত্তা দিক থেকে যুক্তরাষ্ট্রের কার্যক্রম স্পষ্টভাবে প্রভাব ফেলতে পারে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]