সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান, সোমবার থেকে আমরণ অনশন এমপিওভুক্ত শিক্ষকদের

আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৯:০৩:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৯:০৩:০৪ অপরাহ্ন
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করে সোমবার (২০ অক্টোবর) থেকে আমরণ অনশন শুরু করতে যাচ্ছেন। তারা মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা দাবি করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
 
রবিবার (১৯ অক্টোবর) বিকেলে জাতীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব ও আন্দোলনের অন্যতম সংগঠক দেলাওয়ার হোসাইন আজিজী এই অনশন কর্মসূচির ঘোষণা দেন। এর আগে বিকেল সাড়ে ৩টায় শহীদ মিনার থেকে “ভুখা মিছিল” শুরু করে শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও তিন নেতার মাজার পর্যন্ত অবস্থান নেন।
 
সরকার এর আগে ৫ শতাংশ বাড়ি ভাতা (সর্বনিম্ন ২ হাজার টাকা) প্রদানের সিদ্ধান্ত জানায়। তবে শিক্ষকরা এই প্রস্তাবকে “অপর্যাপ্ত ও অবিচারপূর্ণ” বলে প্রত্যাখ্যান করেন। তাদের দাবি—যতদিন পর্যন্ত পূর্ণ ২০ শতাংশ বাড়িভাতা ও অন্যান্য ভাতা সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ না হবে, ততদিন আন্দোলন চলবে।
 
শিক্ষক নেতারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষকরা সরকারি শিক্ষকদের তুলনায় বেতন বৈষম্যের শিকার। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তাদের দাবি বাস্তবায়ন এখন সময়ের দাবি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]