কুষ্টিয়ায় বসতঘরে কুপিয়ে হত্যা, পূর্বশত্রুতাকে কেন্দ্র করে ঘটনা

আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৬:৩২:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৬:৩২:৪২ অপরাহ্ন
কুষ্টিয়ার হরিনারায়ণপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা গ্রামে শনিবার (১৮ অক্টোবর) মধ্যরাতে মোশারফ হোসেন মুসা (৫৫) তার বসতঘরের বারান্দায় কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ নিহতের পূর্বশত্রুতির কথা উল্লেখ করে তদন্ত শুরু করেছে।
 
নিহত মোশারফ হোসেন মুসা একই এলাকার মৃত আকবর মন্ডলের ছেলে এবং পেশায় ভ্যানচালক ছিলেন। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মেহেদি হাসান জানান, নিহতের বুকে হাঁসুয়া জাতীয় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। শনিবার রাতের কোনো এক সময় সন্ত্রাসীরা মোশারফকে হত্যা করে।
 
পরিবারের লোকেরা ভোরে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ বারান্দায় দেখতে পান। নিহতের মেয়ে শিখা জানিয়েছেন, বাবাকে ভ্যান চুরির জন্য হত্যা করা হয়নি; এটি পূর্বশত্রুতির জেরের ঘটনা। পুলিশ মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়ে ময়নাতদন্ত করেছে এবং হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]