“নির্বাচন প্রলম্বিত করতে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে”— অভিযোগ শামসুজ্জামান দুদুর

আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৪:৫২:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৪:৫২:৫৭ অপরাহ্ন

নির্বাচন প্রলম্বিত করার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থির করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

রোববার (১৯ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।

শামসুজ্জামান দুদু বলেন, বিএনপিকে ঠেকাতে নির্বাচন বিলম্বিত করা হয়েছে, তবে যেকোনো পরিস্থিতিতেই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি দাবি করেন, সেই নির্বাচনে বিএনপিকেই বিজয়ী করতে হবে।

তিনি আরও বলেন, একটি মহল নানা ধরনের বিভ্রান্তিকর ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে। কেউ কেউ দাবি করছে, তাদের প্রতীকে ভোট দিলে বেহেশত লাভ করা যাবে— যা সম্পূর্ণ ভ্রান্ত। একমাত্র আল্লাহই বেহেশতের মালিক বলে মন্তব্য করেন দুদু।

সভায় জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]