আগুনের পর স্বাভাবিক হচ্ছে শাহজালাল বিমানবন্দর

আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৪:৪৫:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৪:৪৫:৩৫ অপরাহ্ন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে আসার পর ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে এখনো পুরোপুরি পরিস্থিতি স্বাভাবিক হয়নি; অধিকাংশ ফ্লাইট নির্ধারিত সময়ের এক থেকে দুই ঘণ্টা দেরিতে উড্ডয়ন করছে।

রোববার (১৯ অক্টোবর) সকাল থেকে শনিবার বাতিল হওয়া বেশিরভাগ ফ্লাইট নতুন সময়সূচি অনুযায়ী গন্তব্যের উদ্দেশ্যে উড়াল দিয়েছে। আজকের কিছু ফ্লাইটের সময়ও পরিবর্তন আনা হয়েছে, ফলে বিদেশগামী ও ট্রানজিট যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, শনিবার রাতের অনেক ফ্লাইট রোববার সকালে ছাড়তে হয়েছে। কিছু ফ্লাইট বিলম্বিত হয়েছে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত। এমনকি রোববার সকালের ফ্লাইটগুলোও দুই থেকে তিন ঘণ্টা দেরিতে ছাড়তে হয়েছে। আগুন লাগার পর ছয় ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার রাত ৯টার দিকে শাহজালাল বিমানবন্দরে বিমান চলাচল পুনরায় শুরু হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]