শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজ অগ্নিকাণ্ড: আহতদের জন্য চারটি হাসপাতাল প্রস্তুত

আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৪:২৮:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৪:২৮:১৪ অপরাহ্ন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ও দগ্ধদের জরুরি চিকিৎসার জন্য রাজধানীর চারটি হাসপাতাল সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। আগুনে আহত মোট ৩৫ জনকে চিকিৎসা নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
 
শুক্রবার দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে আগুনের ঘটনা ঘটে। ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট প্রায় ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর সময় আনসার বাহিনীর ২৫ জনসহ মোট ৩৫ জন আহত হন।
 
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মঈনুল আহসান জানান, বিশেষায়িত চিকিৎসা নিশ্চিত করার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং কুয়েত মৈত্রী হাসপাতাল সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। তিনি উল্লেখ করেন, এই ধরনের অগ্নিকাণ্ডে প্রাথমিক দগ্ধতা, শ্বাসনালি পুড়ে যাওয়া বা ধোঁয়ার কারণে অসুস্থ হওয়ার মতো পরিস্থিতি দেখা দিতে পারে।
 
এই চারটি হাসপাতাল বেছে নেওয়ার উদ্দেশ্য হলো আহতদের দ্রুত ও বিশেষায়িত চিকিৎসা নিশ্চিত করা। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, যেকোনো জরুরি অবস্থায় রোগী সঠিক সময়ে প্রয়োজনীয় চিকিৎসা পাবেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]