বিএসসিপিএলসি নিশ্চিত: দেশের ব্যান্ডউইডথে কোনো ঘাটতি নেই

আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৪:১১:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৪:১১:৩০ অপরাহ্ন
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) দেশের আন্তর্জাতিক ব্যান্ডউইডথ সরবরাহে সম্পূর্ণ সক্ষমতা বজায় রেখেছে এবং বর্তমানে বা ভবিষ্যতে কোনো ঘাটতির আশঙ্কা নেই। প্রতিষ্ঠানটি SEA-ME-WE-4 ও SEA-ME-WE-5 ক্যাবল সিস্টেমের মাধ্যমে ৭,২০০ জিবিপিএস ব্যান্ডউইডথ সফলভাবে পরিচালনা করছে এবং SEA-ME-WE-6 প্রকল্পের মাধ্যমে সক্ষমতা আরও বৃদ্ধি করা হবে।
 
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিএসসিপিএলসি দীর্ঘদিন ধরে দেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংযোগের প্রধান সরকারি সংস্থা হিসেবে দায়িত্ব পালন করছে। দক্ষতা, সুনাম এবং ধারাবাহিক মুনাফার ধারায় প্রতিষ্ঠানটি দেশের ডিজিটাল কানেক্টিভিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
 
বর্তমানে প্রতিষ্ঠানটি দুটি Trusted Submarine Cable System — SEA-ME-WE-4 এবং SEA-ME-WE-5 — পরিচালনা করছে। এ দুটি ক্যাবলের সম্মিলিত সক্ষমতা প্রায় ৭,২০০ জিবিপিএস, যার মধ্যে ৪,২০০ জিবিপিএস ইতোমধ্যে দেশে সরবরাহ করা হচ্ছে এবং ৩,০০০ জিবিপিএস অতিরিক্ত ব্যান্ডউইডথ প্রয়োজনে সরবরাহের জন্য উপলব্ধ। প্রযুক্তিগত উৎকর্ষের মাধ্যমে এই সক্ষমতা আরও বৃদ্ধি করা সম্ভব।
 
ভবিষ্যৎ চাহিদা পূরণের জন্য বিএসসিপিএলসি তৃতীয় Trusted ক্যাবল SEA-ME-WE-6 প্রকল্প বাস্তবায়ন করছে। ২০২৬ সালের শেষ নাগাদ এটি চালু হলে, কক্সবাজার–সিঙ্গাপুর ও কক্সবাজার–মুম্বাই–ফ্রান্স সংযোগের মাধ্যমে প্রায় ৩০,০০০ জিবিপিএস (৩০ টেরাবিট) ব্যান্ডউইডথ সরবরাহ সম্ভব হবে।
 
সম্প্রতি কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর খবর প্রকাশিত হয়েছে, যা “ব্যান্ডউইডথ ঘাটতি” নিয়ে ভুল ধারণা সৃষ্টি করছে। বাস্তবতা হলো, দেশের বর্তমান ও ভবিষ্যৎ ব্যান্ডউইডথ চাহিদা পূরণে বিএসসিপিএলসি সম্পূর্ণ প্রস্তুত। দেশের সাইবার নিরাপত্তা ও স্থিতিশীল প্রযুক্তি খাত রক্ষার্থে “Untrusted Submarine Cable System” সংযোগ এড়িয়ে Trusted ক্যাবলের উপর গুরুত্ব দিতে প্রতিষ্ঠানটি আহ্বান জানাচ্ছে।
 
বর্তমানে প্রায় ৩,০০০ জিবিপিএস (৩ টেরাবিট) ব্যান্ডউইডথ অব্যবহৃত অবস্থায় রয়েছে এবং প্রতিষ্ঠানটি দ্রুত, গ্রাহক-বান্ধব সেবা প্রদান করছে। বিএসসিপিএলসি সমস্ত অপারেটর ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে বিভ্রান্তিকর তথ্যের প্রতি প্রভাবিত না হয়ে নিরাপদ এবং নির্ভরযোগ্য SEA-ME-WE-4 ও 5 ক্যাবল ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]