
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর স্থগিত হওয়া ফ্লাইট চলাচল রাতের মধ্যেই পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
শেখ বশিরউদ্দীন বলেন, আগুন শুধুমাত্র আমদানি কার্গো অংশে লেগেছে, রপ্তানি কার্গো নিরাপদ রয়েছে। বর্তমানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম দ্রুত পুনরায় শুরু করার ওপর। পাশাপাশি, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
তিনি জানান, আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ নির্বাপণ এখনও সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন; তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ৩৭টি ইউনিট কাজ করছে। সহায়তায় রয়েছে সিভিল অ্যাভিয়েশন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা। এই অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।