শাহজালাল বিমানবন্দরের আগুন: সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেছে

আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৭:০২:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৭:০২:৫০ অপরাহ্ন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা ভয়াবহ আগুন চার ঘণ্টা পার হলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি। শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেট এলাকার পার্কিং স্ট্যান্ড ১৪-এর পাশে কার্গো কমপ্লেক্সে আগুনের সূত্রপাত হয়। দ্রুতই আগুন পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এবং চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তাদের সঙ্গে সিভিল অ্যাভিয়েশন, বিমানবাহিনী ও নৌবাহিনীর ইউনিটও আগুন নিয়ন্ত্রণে অংশ নিয়েছে। সর্বশেষ তথ্যে জানা গেছে, আগুন নেভানোর সময় আনসারের অন্তত ১৭ জন সদস্য আহত হয়েছেন। এর মধ্যে নয়জনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এবং বাকিদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, কার্গো সেকশনে রাখা পোশাক, কেমিক্যাল ও অন্যান্য পণ্য সম্পূর্ণভাবে পুড়ে গেছে। বিমানবন্দরের কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) বিভাগের এক কর্মচারী জানান, “সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে, কয়েক মাস হয়তো কোনো কাজ করা সম্ভব হবে না।”

ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএইএবি) সভাপতি কবির আহমেদ বলেন, “এই অগ্নিকাণ্ডে বিলিয়ন ডলারের বেশি ক্ষতি হতে পারে। এয়ার এক্সপ্রেস ইউনিট পুরোপুরি পুড়ে গেছে।”

ফায়ার সার্ভিসের প্রচেষ্টা অব্যাহত থাকলেও এখন পর্যন্ত কোনো বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে সতর্কতার অংশ হিসেবে ৯টি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে অবতরণ করেছে।

ঘটনাস্থলে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা নিরাপত্তা বজায় রাখতে অবস্থান নিয়েছেন। বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে শত শত মানুষ আগুন দেখতে ভিড় জমিয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]