তুরস্কের নেতৃত্বে গাজার স্থায়ী শান্তি ও মানবিক সহায়তার পদক্ষেপ

আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৪:৩২:২০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৪:৩২:২০ পূর্বাহ্ন

গাজায় দীর্ঘ সংঘাত ও মানবিক বিপর্যয়ের পর সেখানে দ্রুত পুনর্গঠন ও ক্ষত সারানোর আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেন, আঙ্কারা হামাস ও ইসরায়েলের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে ভূমিকা রাখছে এবং এ লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
 

ইস্তানবুলে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট এরদোয়ান জানান, তুরস্ক বর্তমান যুদ্ধবিরতি চুক্তিকে কেবল অস্থায়ী করে রাখতে চায় না; বরং এটিকে স্থায়ী সমঝোতার দিকে নিয়ে যাওয়ার জন্য অবিচ্ছিন্নভাবে কাজ করছে। তিনি বলেন, ইসরায়েলের অতীত আচরণ সম্পর্কে সতর্ক থেকে শান্তির প্রচেষ্টা এগিয়ে নিতে হবে।
 

গত সপ্তাহে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করতে তুরস্ক, কাতার ও মিশর একত্রে মধ্যস্থতা করেছে। এরদোয়ান জানান, এই চুক্তি যেন সংঘাতবিরতির বাইরে গিয়ে স্থায়ী শান্তির ভিত্তি তৈরি করে, সেটিই আঙ্কারার মূল লক্ষ্য।
 

তিনি আরও বলেন, গাজার যুদ্ধবিধ্বস্ত মানুষের এখন প্রধান চাহিদা মানবিক সহায়তা ও অবকাঠামোর পুনর্গঠন। এজন্য বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান প্রেসিডেন্ট এরদোয়ান, যাতে অঞ্চলটিতে টেকসই স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব হয়।
 

সূত্র: আনাদোলু এজেন্সি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]