ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ থামাতে আন্তর্জাতিকভাবে বাধ্য করা জরুরি। তার ভাষায়, এই সংঘাতের অবসান ঘটাতে বৈশ্বিক চাপই এখন প্রধান পথ। বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে জেলেনস্কি জানান, ইউক্রেন শান্তি চায় এবং সংলাপের মাধ্যমে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় তিনি সব পক্ষের অংশগ্রহণ প্রত্যাশা করেন।
তিনি স্পষ্ট করে বলেন, “আমরা শান্তি চাই, কিন্তু পুতিন যুদ্ধ থামাবেন না, যদি না তাকে থামানো হয়।” জেলেনস্কি আরও জানান, ইউক্রেন যেকোনো উপযুক্ত ফরম্যাটে আলোচনায় বসতে প্রস্তুত এবং একটি দীর্ঘমেয়াদি সমাধান পেতে আন্তর্জাতিক সমাজের ঐক্য প্রয়োজন।
বিশ্লেষকদের মতে, জেলেনস্কির এই বার্তা এমন সময়ে এসেছে যখন রাশিয়া–ইউক্রেন যুদ্ধের দুই বছরেরও বেশি সময় পার হলেও পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে। ফ্রন্টলাইনে তীব্র লড়াইয়ের পাশাপাশি বেসামরিক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতির মাত্রা বাড়ছে। আন্তর্জাতিক সম্প্রদায় বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও এখনও স্থায়ী সমাধানের কোনো বাস্তব অগ্রগতি দেখা যায়নি।
(তথ্যসূত্র: সিএনএন নিউজ)