সারজিস আলমের দাবি, জুলাই সনদ দায়সারাভাবে স্বাক্ষরিত — অবহেলিত শহীদ পরিবার

আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৪:১৪:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৪:১৪:০৩ পূর্বাহ্ন

জুলাই সনদকে “শুধু নামমাত্র স্বাক্ষর” মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সরকার জনগণের প্রত্যাশিত পরিবর্তন নয়, বরং নিজেদের নিরাপত্তা নিয়েই ব্যস্ত। তিনি অভিযোগ করেন, সনদে রাষ্ট্র ও জাতির নিরাপত্তা সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিকগুলো অস্পষ্ট রেখে দায়সারাভাবে এই স্বাক্ষর সম্পন্ন করা হয়েছে।
 

শুক্রবার বিকেলে পঞ্চগড়ের টুনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে এক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে সারজিস আলম এ মন্তব্য করেন। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগ বাস্তবে কোনো দিকনির্দেশনা দেয়নি। এটি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নয়।”
 

শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতি সরকারের আচরণেও তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর অভিযোগ, “অনুষ্ঠানটি রাজনৈতিক দলগুলোর সমঝোতা-নির্ভর এক আড্ডায় পরিণত হয়েছিল, যেখানে শহীদ পরিবারকে অবহেলা করা হয়েছে।” তিনি আরও বলেন, শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনের পরিবর্তে পুলিশি লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেটের ব্যবহার হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক।
 

সারজিস আলম সতর্ক করে বলেন, জুলাই সনদের ঘোষণাপত্র অনুযায়ী বাস্তবায়ন না হলে অভ্যুত্থানকামী যোদ্ধারা ভবিষ্যতে মামলাবাজি ও দমন-পীড়নের লক্ষ্য হতে পারেন। “এখনও অনেক গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত রয়ে গেছে। আমরা বারবার ছাড় দিয়েছি, কিন্তু যদি এভাবে চলতে থাকে, একদিন এই অভ্যুত্থান ইতিহাস থেকেই বিলীন হয়ে যাবে,”— যোগ করেন এনসিপি নেতা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]