তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মশাল মিছিল

আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৩:৪৯:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৩:৪৯:৪০ পূর্বাহ্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তিস্তা নদীর ন্যায্য পানির হিস্যা ও তিস্তা উন্নয়ন মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়নের দাবিতে উত্তরবঙ্গের শিক্ষার্থীরা মশাল মিছিল করেছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উত্তরবঙ্গ ছাত্র পরিষদের সদস্য ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
 

মিছিলে সংহতি প্রকাশ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরাও যুক্ত হন। অংশগ্রহণকারীরা তিস্তা রক্ষায় নানা স্লোগান দেন—‘তিস্তা বাঁচাও, দেশ বাঁচাও’, ‘আমাদের তিস্তা, বুঝে নেব হিস্যা’সহ আরও অনেক দাবি তুলে ধরেন তারা।
 

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মো. মাহাবুর রহমান বলেন, উত্তরাঞ্চলের মানুষের জীবনের সঙ্গে তিস্তা নদীর সম্পর্ক গভীর। কিন্তু অসম পানি বণ্টনের কারণে এই নদী আজ কার্যত প্রাণহীন। শুষ্ক মৌসুমে একেবারে শুকিয়ে যায়, আবার বর্ষায় ভয়াবহ রূপ ধারণ করে। তার মতে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে উত্তরবঙ্গের কৃষি, অর্থনীতি ও জীবনমান ইতিবাচকভাবে বদলে যাবে।
 

উত্তরবঙ্গ ছাত্র পরিষদের সভাপতি নাঈম আহমেদ বলেন, “বছরের পর বছর উত্তরবঙ্গের মানুষ বন্যা ও খরার মধ্যে দিশাহারা হলেও কেন্দ্রীয়ভাবে এই সমস্যা নিয়ে কার্যকর পদক্ষেপ দেখা যায় না। আমাদের দাবি—জাতীয় পর্যায় থেকে তিস্তা ইস্যুকে অগ্রাধিকারে নেওয়া হোক এবং ন্যায্য পানির দাবি পূরণে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।”
 

প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান ও উত্তরবঙ্গ ছাত্র পরিষদের উপদেষ্টা মো. সাদেকুজ্জামান তনু বলেন, একসময় তিস্তা ছিল প্রবহমান ও খরস্রোতা নদী। কিন্তু এখন তা ভরাট ও সরু হয়ে পড়েছে, ফলে বর্ষায় বন্যা ও খরায় ভোগান্তির শিকার মানুষ। তিনি বলেন, বৃহত্তর রংপুরের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য তিস্তা নদীর সুষম পানি বণ্টন অপরিহার্য এবং তিনি বর্তমান সরকারের কাছে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]