রাজধানীর যাত্রাবাড়ীতে একটি গলি থেকে হিমু ওরফে কালু (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোররাতে উদ্ধার করা মরদেহটির শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শুক্রবার (১৭ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ীর নবীনগর রোডে মেডিবাংলা হাসপাতালের পাশে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পরিবার সূত্রে জানা গেছে, নিহত হিমু যাত্রাবাড়ীর মীরহাজীরবাগ এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করত। তার বাবার নাম মিন্টু মিয়া। হিমুর খালাতো বোনের স্বামী হাসান খান জানান, হিমু বেকার ছিল এবং নেশাগ্রস্ততার কারণে তাকে কয়েক দফা রিহ্যাব সেন্টারে রাখা হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় সে বাসা থেকে বের হয়ে রাতে ফিরে আসে, তবে গভীর রাতে ফেরায় তার মা দরজা না খোলায় সে বাইরে থেকে যায়। পরদিন সকালে খবর আসে, নবীনগর রোডের পাশে তার মরদেহ পড়ে আছে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা বলেন, “ভোরে ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং একটি গলিতে কিশোরের রক্তাক্ত মরদেহ পাই। তার মাথা ও শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল।”
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকাসক্তদের মধ্যকার বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে হত্যাটি পরিকল্পিত হতে পারে। বিষয়টি গভীরভাবে তদন্ত করছে পুলিশ এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।