লাতিন আমেরিকার মার্কিন সামরিক প্রধান অ্যালভিন হোলসি পদত্যাগ করবেন বছরের শেষে

আপলোড সময় : ১৭-১০-২০২৫ ১০:৪৮:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৫ ১০:৪৮:০০ পূর্বাহ্ন

 

মার্কিন সামরিক বাহিনীতে লাতিন আমেরিকা অঞ্চলটির প্রধান অ্যাডমিরাল অ্যালভিন হোলসি নির্ধারিত সময়ের দুই বছর আগে, অর্থাৎ চলতি বছরের শেষে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। ভেনেজুয়েলার সঙ্গে জোরালো উত্তেজনার সময় এ সিদ্ধান্ত আসে, যখন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী Pete Hegseth বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ পদক্ষেপের কথা জানান। তথ্যসূত্র অনুযায়ী, ক্যারিবীয় অঞ্চলের সামরিক অভিযানে হোলসি ও প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে মতবিরোধ ও উত্তেজনা ছিল, পাশাপাশি পদত্যাগের আগে হোলসিকে বরখাস্ত করার সম্ভাবনাকেও আলোচনা করা হয়েছিল।
 

মার্কিন সিনেট আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সিনেটর Jack Reed এই পদত্যাগকে "উদ্বেগজনক" হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, বর্তমান প্রশাসন পূর্ববর্তী সামরিক অভিযান থেকে প্রাপ্ত শিক্ষার ও অভিজ্ঞ যুদ্ধযোদ্ধাদের পরামর্শ অবজ্ঞা করছে।
 

অ্যালভিন হোলসি মার্কিন যুদ্ধ কমান্ডের চার তারকা কৃষ্ণাঙ্গ অফিসারদের মধ্যে একজন। তবে প্রতিরক্ষামন্ত্রী এবং হোলসি কেউই পদত্যাগের স্পষ্ট কারণ প্রকাশ করেননি। হোলসি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, আগামী ১২ ডিসেম্বর তিনি অবসর নেবেন। এই পদক্ষেপ ভেনেজুয়েলার সাথে বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে অতিরিক্ত মনোযোগ পাচ্ছে।

 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]