প্রাইভেট কারে অটোরিকশার ধাক্কা লাগায় গুলি, রিভলবারসহ যুবক গ্রেপ্তার

আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৯:৩৫:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৯:৩৫:৩৫ অপরাহ্ন

মুন্সীগঞ্জ সদরে প্রাইভেট কারের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে পুলিশকে লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটেছে। এতে পুলিশের এক কর্মকর্তা ও ২ সদস্য আহত হয়েছেন। আজ রোববার দুপুর ১টার দিকে সদর উপজেলার রামপাল কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে ১টি রিভলবার, ২ রাউন্ড গুলি, ৩ রাউন্ড খোসা ও ৭০ পিস ইয়াবাসহ যুবককে আটক করেছে পুলিশ। 

আহতরা হলেন- পুলিশের এএসআই এমদাদ হোসেন, কনস্টেবল রবিউল ও সাজেদুল। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

গ্রেপ্তার হওয়া যুবকের নাম সাব্বির হোসেন ওরফে দীপু (২৯)। তিনি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ছটফটিয়া গ্রামের হাজী আবুল কালাম তালুকদারের ছেলে।

পুলিশ জানায়, রোববার দুপুর ১টার দিকে সদর উপজেলার রামপাল কলেজ থেকে এইচএসসি পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা চলে যাওয়ার সময় কলেজের সামনে একটি প্রাইভেট কারের (রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো গ-১৩-৭২০৮) সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এ সময় প্রাইভেট কারে থাকা ওই যুবক নেমে রিভলবার বের করেন। তাৎক্ষণিক হাতিমারা তদন্তকেন্দ্রের দায়িত্বরত পুলিশের একটি টিম তাকে আটক করার চেষ্টা করে। তখন ওই যুবক ৩ রাউন্ড গুলি ছোড়েন। তাকে আটকের সময় ধস্তাধস্তিতে পুলিশের তিনজন আহত হন।

এ সময় উপস্থিত ছাত্র-জনতা ওই যুবককে মারধরসহ প্রাইভেট কারটি ভাঙচুর করেন। তখন প্রাইভেট কারে থাকা মুকুল (৩৩), শাহাদাত হোসেনসহ (৩৪) আরও দু’জন পালিয়ে যান।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দিয়ে আগামীকাল সোমবার আদালতে পাঠানো হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]