জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’ আজ শুক্রবার (১৭ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করছে। রাজধানীর ইস্কাটনের নেভি কলোনিতে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে এনসিপির শ্রমিক উইং।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, “ঐক্য, সংগ্রাম, মর্যাদা ও মুক্তির পতাকা হাতে জাতীয় শ্রমিক শক্তি আত্মপ্রকাশ করছে।” দাওয়াতপত্রে উল্লেখ করা হয়েছে, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে এই সংগঠন গঠিত হয়েছে। শ্রমজীবী মানুষের দীর্ঘদিনের বঞ্চনা, ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি স্বাধীন শ্রমিক শক্তি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে এনসিপি।
জাতীয় শ্রমিক শক্তির সংগঠক সম্রাট আজাদ জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ দলের কেন্দ্রীয় নেতারা।
গত ২৩ মার্চ এনসিপির শ্রমিক উইং গঠনের মাধ্যমে সংগঠন তৈরির প্রাথমিক উদ্যোগ শুরু হয়। সেই সময় থেকেই সারাদেশের শ্রমিকদের সংগঠিত করার দায়িত্ব পায় উইংটি। এর প্রধান সমন্বয়কারী ছিলেন মাজহারুল ইসলাম ফকির, যিনি নতুন সংগঠনটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিচ্ছেন। এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ঋআজ মোর্শেদ হচ্ছেন নবগঠিত সংগঠনটির সদস্যসচিব।
ঋআজ মোর্শেদ জানিয়েছেন, জাতীয় শ্রমিক শক্তি এনসিপির সহযোগী সংগঠন হলেও এটি স্বাধীনভাবে কাজ করবে। শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, এবং শ্রমিক অধিকার রক্ষায় সচেতনতা গড়ে তোলাই সংগঠনটির মূল লক্ষ্য।
এর আগে গত ১০ অক্টোবর রাজধানীর কারওয়ান বাজারে আত্মপ্রকাশ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা থাকলেও প্রস্তুতিগত জটিলতার কারণে তা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়।
নতুন এই সংগঠনের মাধ্যমে এনসিপি শ্রমজীবী মানুষের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে চায় বলে দলীয় সূত্রে জানা গেছে।