রাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি মোস্তাকুর ও জিএস আম্মার জয়ী

আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০৯:৩১:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৫ ০৯:৩১:২৯ পূর্বাহ্ন
 

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’, আর সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার।
 

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এই ফলাফল ঘোষণা করা হয়। রাকসুর এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৮ হাজার ৯০১ জন, যার মধ্যে ভোট পড়েছে ৬৯ দশমিক ৮৩ শতাংশ।
 

ভিপি পদে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ১২ হাজার ৬৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট।
 

জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার ১১ হাজার ৪৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর ফজলে রাব্বি ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭ ভোট।
 

এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বির ৬ হাজার ৯৭৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন, আর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫ হাজার ৯৫১ ভোট।
 

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৯টি ভবনের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। দিনভর বিভিন্ন অভিযোগের মধ্যেও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়। সন্ধ্যার পর কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা শুরু হয় এবং রাতে ফলাফল ঘোষণা করা হয়।
 

এবারের রাকসু নির্বাচনে ১০টি প্যানেলের ২৪৭ প্রার্থী ২৩ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। হল সংসদ নির্বাচনে ১৭টি হলে ৫৯৭ জন প্রার্থী অংশ নেন এবং সিনেট প্রতিনিধি নির্বাচনে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ছাত্রী ভোটার ছিলেন ১১ হাজার ৩০৫ জন ও ছাত্র ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। নারী হলগুলোতে ভোটার উপস্থিতি ছিল ৬৩ দশমিক ২৪ শতাংশ।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]