দেশে শিশু নির্যাতন বাড়ছে, ৮ মাসে ধর্ষণের শিকার ৩৯৭ শিশু

আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০৭:৫৩:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০৭:৫৩:০৫ অপরাহ্ন

বাংলাদেশে শিশু নির্যাতনের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সারাদেশে ৩৫৯ জন মেয়ে শিশু ও ৩৮ জন ছেলে শিশু ধর্ষণের শিকার হয়েছে। এছাড়া ছয় বছরের নিচে ৬১ শিশু ধর্ষণ এবং ৩৭ শিশু ধর্ষণচেষ্টার শিকার হয়েছে। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৫ শিশুকে।

এ সময় ৯৩ শিশু শারীরিক নির্যাতনের শিকার হয়েছে, যার মধ্যে ৫৯ জন মারা গেছে। পারিবারিক সহিংসতার শিকার হয়েছে ৬৪ শিশু, যার মধ্যে ৪৭ জনের মৃত্যু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে ৮০ শিশু শিক্ষকের হাতে নির্যাতিত হলেও মামলা হয়েছে মাত্র চারটি।

শিশু অধিকার নিয়ে গবেষণার অংশ হিসেবে দেশের ১০টি বাছাই করা সংবাদপত্রের তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করেছে ‘স্ট্রিট চিলড্রেন অ্যাক্টিভিস্টস নেটওয়ার্ক বাংলাদেশ (স্ক্যান)’, যা প্রকাশ করেছে বেসরকারি সংস্থা ‘সচেতন সংস্থা’।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) খুলনা প্রেসক্লাবে আয়োজিত শিশু অধিকারবিষয়ক এক আলোচনাসভায় গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে সচেতন সংস্থা, মানুষের জন্য ফাউন্ডেশন’র আর্থিক সহায়তা এবং স্ক্যান বাংলাদেশের কারিগরি সহায়তায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ শাহ বলেন,

“আমাদের সময় শৈশব কেটেছে মাঠে খেলাধুলা করে। কিন্তু এখন শিশুরা মোবাইল ও ইনডোর গেমে সীমাবদ্ধ। তাদের শৈশব হারিয়ে যাচ্ছে, অধিকার বঞ্চিত হচ্ছে।”

তিনি আরও বলেন,“শিক্ষা প্রতিষ্ঠানে কিছু শিক্ষক আছেন যারা শিক্ষার্থীদের প্রতি অপমানজনক আচরণ করেন, কম নাম্বার দেন— এটিও শিশু অধিকার লঙ্ঘন।”

সভায় আরও বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক খান মোতাহার হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র এবং খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আশরাফ-উজ-জামান প্রমুখ।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]