ঢাকা বোর্ড এ বছরের এইচএসসিতে শীর্ষে, সর্বনিম্ন ফল সিলেটে

আপলোড সময় : ১৬-১০-২০২৫ ১১:০১:০৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-১০-২০২৫ ১১:০৪:১১ পূর্বাহ্ন

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মোট ৬৯,০৯৭ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, যার মধ্যে ঢাকার শিক্ষার্থীরা সর্বোচ্চ জিপিএ-৫ অর্জনে নেতৃত্ব দিয়েছেন। দেশের আরও ১০টি শিক্ষা বোর্ডে ফলাফল প্রকাশ করা হয়েছে, যেখানে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ, যা গত বছরের ৭৭.৭৮ শতাংশের তুলনায় প্রায় ১৯ শতাংশ কম।
 

ঢাকা বোর্ডে ২৬,০৬৩ জন জিপিএ-৫ পেয়েছেন, রাজশাহী বোর্ডে ১০,১৩৭ জন, দিনাজপুরে ৬,২৬০ জন, চট্টগ্রামে ৬,০৯৭ জন, যশোরে ৫,৯৯৫ জন, মাদ্রাসা বোর্ডে ৪,২৬৮ জন, কুমিল্লায় ২,৭০৭ জন, ময়মনসিংহে ২,৬৮৪ জন, বরিশালে ১,৬৭৪ জন, কারিগরি বোর্ডে ১,৬১০ জন এবং সিলেটে ১,৬০২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গত বছর জিপিএ-৫ পাননি এমন ৭৬,৮১৪ জন শিক্ষার্থীর তুলনায় এই বছর সংখ্যা কমে এসেছে।
 

ফলাফল দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, পরীক্ষা কেন্দ্র এবং এসএমএসের মাধ্যমে জানানো হয়। পরীক্ষার্থীরা নিজ নিজ বোর্ড ও প্রতিষ্ঠানের www.educationboardresults.gov.bd
ওয়েবসাইট থেকে বা ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল পেতে পারেন। এসএমএস করার নিয়ম হচ্ছে: HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর এবং পরীক্ষার সাল উল্লেখ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে (যেমন, "HSC DHA 123456 2025")।
 

ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত, যা অনলাইনে 
https://rescrutiny.eduboardresults.gov.bd সাইটে করা যাবে। বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট ও সংবাদপত্রের বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
 

চলতি এইচএসসি পরীক্ষায় মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন, যার মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছেলে ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন মেয়ে। পরীক্ষা অনুষ্ঠিত হয় ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে। এছাড়া বোর্ডভিত্তিক পরীক্ষার্থী সংখ্যা হলো: ঢাকা ২ লাখ ৯১ হাজার ২৪১, রাজশাহী ১ লাখ ৩৩ হাজার ২৪২, কুমিল্লা ১ লাখ ১ হাজার ৭৫০, যশোর ১ লাখ ১৬ হাজার ৩১৭, চট্টগ্রাম ১ লাখ ৩৫, বরিশাল ৬১ হাজার ২৫, সিলেট ৬৯ হাজার ৬৮৩, দিনাজপুর ১ লাখ ৩ হাজার ৮৩২ এবং ময়মনসিংহ ৭৮ হাজার ২৭৩ জন। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ৮৬ হাজার ১০২ এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৬১১ জন।

 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]