৩৩ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন, চলছে ভোটগ্রহণ

আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০৯:৩৭:০৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০৯:৩৭:০৬ পূর্বাহ্ন

দীর্ঘ ৩৩ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ—রাকসু নির্বাচন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের মোট ২৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪৭ জন প্রার্থী। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ১৮ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৩ জন প্রার্থী রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ২৮ হাজার ৯০১ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন ৯টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে স্থাপিত ৯৯০টি বুথে।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মোতায়েন করা হয়েছে প্রায় ২ হাজার ৩শ পুলিশ সদস্য। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করছেন ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র‍্যাব সদস্য।

ভোটগ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে ফলাফল ঘোষণা করা হবে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]