চট্টগ্রামসহ চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০৩:২৮:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০৩:২৮:৪২ পূর্বাহ্ন

চট্টগ্রাম, ফেনী, চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুর জেলার প্রশাসনে পরিবর্তন আনলো সরকার। বুধবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের ঘোষণা দেয়।
 

প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনীর বর্তমান জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে ফেনীর নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
 

পাশাপাশি, বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মিজ আফছানা বিলকিসকে মাদারীপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
 

একই প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বর ২০২৫ সালের পূর্ববর্তী একটি নিয়োগ নির্দেশনা বাতিল করা হয়েছে। ওই প্রজ্ঞাপনে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে বদলির কথা উল্লেখ ছিল, যা বর্তমান আদেশে কার্যকর থাকবে না।
 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]