ধাতব মুদ্রা ব্যবহারে অনীহা বেআইনি: বাংলাদেশ ব্যাংকের সতর্কতা

আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০২:১০:২২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০২:১০:২২ পূর্বাহ্ন

দেশে লেনদেনের সময় ১ ও ২ টাকার ধাতব মুদ্রা নিতে অনীহা দেখানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এমন আচরণ প্রচলিত আইনের পরিপন্থী। ব্যাংকটি সর্বসাধারণকে নগদ লেনদেনে এসব মুদ্রা গ্রহণ ও ব্যবহার করার আহ্বান জানিয়েছে।
 

বুধবার (১৫ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকার বাজার ও দোকানে দেখা গেছে, অনেকেই ধাতব মুদ্রা নিতে বা ব্যবহার করতে অনিচ্ছা প্রকাশ করছেন। অথচ প্রচলিত আইন অনুযায়ী ১ ও ২ টাকার এই কয়েনসহ সব ধরনের কাগুজে নোট ও ধাতব মুদ্রাই বৈধ মুদ্রা হিসেবে গণ্য।
 

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লেনদেনে ধাতব মুদ্রা গ্রহণ না করা বাংলাদেশের বৈধ অর্থব্যবস্থার পরিপন্থী। তাই জনগণ, ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি অনুরোধ জানানো হয়েছে যেন তারা এসব মুদ্রা নিয়মিত প্রচলনে রাখেন এবং লেনদেনে কোনো বাধা সৃষ্টি না করেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]